অর্থসহ বাংলা ইংরেজি প্রবাদ বাক্য
বড় যদি হতে চাও ছোট হও তবে ।
He would climb the ladder must begin at the bottom .
if you want to gain high status, you must start with low status.
২৬২।
মায়ের পায়ের তলে বেহেস্ত ।
Heaven lies at the foot of mother .
Obey your mother first.
২৬৩।
শাক দিয়ে মাছ ঢাকা।
Hide in a superficial way.
২৬৪।
উঁচু গাছেই বেশি ঝড় লাগে।
High winds blow on high hills.
The more visible things are often affected.
২৬৫।
এখন তার একাদশে বৃহস্পতি।
His stars are now in the ascendant.
২৬৬।
সময় সুযোগ বুঝে কাজ কর ।
Hoist your sail when the wind is fair .
Hit the iron while it is hot, make hwy while the sun shines.
২৬৭।
বাড়ি হলো তাই যেখানে হৃদয় থাকে।
Home is where the heart is.
People long to be at home.
২৬৮।
সততাই সর্বোত্তম পন্থা ।
Honesty is the best policy .
One gains by being honest; the best virtue is honesty.
২৬৯।
শাঁখের করাত, যেতেও কাটে আসতেও কাটে।
Horns of dilemma.
২৭০।
ক্ষুধা পেলে বাঘে ধান খায়।
Hunger is the best sauce.
Hunger gives taste to our food; hunger is a great appetizer.
২৭১।
তুমি বেড়াও ডালে-ডালে, তো আমি বেড়াই পাতায়-পাতায়।
I know the ins and outs more than you do.
২৭২।
পড়ল কথা সভার মাঝে, যার কথা তার গায়ে বাজে।
If the cap fits, wear it.
২৭৩।
শীত সমাগত, তবুও বসন্ত কি বহু দূরে?; মেঘ দেখে কেউ করিসনে ভয় আড়ালে তার সূর্য হাসে।
If winter comes can spring be far behind? .
After cloud comes fair weather
২৭৪।
যত হাসি তত কান্না, বলে গেছে রাম শর্মা।
If you laugh to-day you may cry to-morrow.
Weal and woe come by turns.
২৭৫।
পাপের ধন প্রায়শ্চিত্তে যায়।
Ill got, ill spent.
Money gained dishonestly, spent dishonestly.
২৭৬।
মন্দ খবর বাতাসের আগে চলে।
Ill news runs apace.
২৭৭।
মন্দ খবর বাতাসের আগে যায় ।
Ill news spreads faster than wind .
Bad news travels fast.
২৭৮।
আগাছার বাড় বেশি।
Ill weed's grow apace.
২৭৯।
অজাতের বৃদ্ধি বেশি।
Ill weeds grow apace .
Bad things grow rapidly.
২৮০।
বেঙের সর্দি হওয়া।
Impossibility ; absurdity.
He would climb the ladder must begin at the bottom .
if you want to gain high status, you must start with low status.
২৬২।
মায়ের পায়ের তলে বেহেস্ত ।
Heaven lies at the foot of mother .
Obey your mother first.
২৬৩।
শাক দিয়ে মাছ ঢাকা।
Hide in a superficial way.
২৬৪।
উঁচু গাছেই বেশি ঝড় লাগে।
High winds blow on high hills.
The more visible things are often affected.
২৬৫।
এখন তার একাদশে বৃহস্পতি।
His stars are now in the ascendant.
২৬৬।
সময় সুযোগ বুঝে কাজ কর ।
Hoist your sail when the wind is fair .
Hit the iron while it is hot, make hwy while the sun shines.
২৬৭।
বাড়ি হলো তাই যেখানে হৃদয় থাকে।
Home is where the heart is.
People long to be at home.
২৬৮।
সততাই সর্বোত্তম পন্থা ।
Honesty is the best policy .
One gains by being honest; the best virtue is honesty.
২৬৯।
শাঁখের করাত, যেতেও কাটে আসতেও কাটে।
Horns of dilemma.
২৭০।
ক্ষুধা পেলে বাঘে ধান খায়।
Hunger is the best sauce.
Hunger gives taste to our food; hunger is a great appetizer.
২৭১।
তুমি বেড়াও ডালে-ডালে, তো আমি বেড়াই পাতায়-পাতায়।
I know the ins and outs more than you do.
২৭২।
পড়ল কথা সভার মাঝে, যার কথা তার গায়ে বাজে।
If the cap fits, wear it.
২৭৩।
শীত সমাগত, তবুও বসন্ত কি বহু দূরে?; মেঘ দেখে কেউ করিসনে ভয় আড়ালে তার সূর্য হাসে।
If winter comes can spring be far behind? .
After cloud comes fair weather
২৭৪।
যত হাসি তত কান্না, বলে গেছে রাম শর্মা।
If you laugh to-day you may cry to-morrow.
Weal and woe come by turns.
২৭৫।
পাপের ধন প্রায়শ্চিত্তে যায়।
Ill got, ill spent.
Money gained dishonestly, spent dishonestly.
২৭৬।
মন্দ খবর বাতাসের আগে চলে।
Ill news runs apace.
২৭৭।
মন্দ খবর বাতাসের আগে যায় ।
Ill news spreads faster than wind .
Bad news travels fast.
২৭৮।
আগাছার বাড় বেশি।
Ill weed's grow apace.
২৭৯।
অজাতের বৃদ্ধি বেশি।
Ill weeds grow apace .
Bad things grow rapidly.
২৮০।
বেঙের সর্দি হওয়া।
Impossibility ; absurdity.
No comments:
Post a Comment