অর্থসহ বাংলা ইংরেজি প্রবাদ বাক্য
একটা মিথ্যা ঢাকতে দশটা মিথ্যা বলতে হয়।
One lie makes many.
To hide one lie one is to tell many lies.
৩৮২।
কারও পৌষ মাষ কারও সর্বনাশ ।
One man’s meat is another man’s poison .
What is sport to the cat is death to the rat.
৩৮৩।
কাঁটা দিয়ে কাঁটা তুলতে হয় ।
One nail drives out another .
Set a thief to catch a thief.
৩৮৪।
কাকের মাংস কাকে খায় না।
One raven will no pluck another's eyes.
Dog does not eat a dog.
৩৮৫।
যার ধন তার নয়, নেপোয় মারে দই ; এক পুরুষে করে ধন আরেক পুরুষে খায়।
One sows, another reaps .
One cannot enjoy his riches always.
৩৮৬।
এক পা এগোই তো সাত পা পিছোই।
One step forward, two-steps backward.
৩৮৭।
এক মাঘে শীত যায় না।
One swallow does not makes a summer.
Nothing ends for ever.
৩৮৮।
অসীর চেয়ে মসি বড়
নিজের জিনিস সকলেই ভালো দেখে ।
one’s own things are the best.
eloquent writing persuades people better than military force.
৩৮৯।
সুযোগ একবারই আসে।
Opportunity knocks but once.
One will only have one chance to do something important or profitable.
৩৯০।
ফাঁক পেলে সবাই চোর হয়।
Opportunity makes the thief.
৩৯১।
চোখের আড়াল, মনের আড়াল; কাছে থাকলে পোড়ে মন, দূরে গেলে ঠনঠন।
Our of sight, out of mind .
absence begets forgetfulness.
৩৯২।
আমাদের হৃদয়তন্ত্রীতে যে সুর মধুর হয়ে বাজে তা হলো বিষাদের গান।
Our sweetest songs are those that tell of saddest thought .
Song of sad thought lasts long in our hearts.
৩৯৩।
কর্জ নাই, কষ্টও নাই।
Out of debt, out of danger .
One having no debt is happy.
৩৯৪।
কাছে থাকলে পোড়ে মন, দূরে গেলে ঠনঠন।
Out of sight, out of mind.
Absence begets forgetfulness.
৩৯৫।
পেটে খেলে পিঠে সয়।
Pain is forgotten where gain follows.
One can digest an insult after getting profit.
৩৯৬।
সবুরে মেওয়া ফলে।
Patience has its reward.
৩৯৭।
সবুরে মেওয়া ফলে ।
Patience is bitter, but its fruit is sweet .
Patience, however painful in the beginning, brings happiness in the end.
৩৯৮।
সুখের চেয়ে স্বস্তি ভাল।
Peace is more covetable than physical comforts.
৩৯৯।
বজ্র আঁটুনি ফস্কা গেরো ।
Penny wise, pound foolish .
Thrifty in small things and careless in large ones.
৪০০।
কমলা, আপনি সামলা ।
Physian, heal thyself .
do not rebuke someone for a fault or problem you have yourself.
One lie makes many.
To hide one lie one is to tell many lies.
৩৮২।
কারও পৌষ মাষ কারও সর্বনাশ ।
One man’s meat is another man’s poison .
What is sport to the cat is death to the rat.
৩৮৩।
কাঁটা দিয়ে কাঁটা তুলতে হয় ।
One nail drives out another .
Set a thief to catch a thief.
৩৮৪।
কাকের মাংস কাকে খায় না।
One raven will no pluck another's eyes.
Dog does not eat a dog.
৩৮৫।
যার ধন তার নয়, নেপোয় মারে দই ; এক পুরুষে করে ধন আরেক পুরুষে খায়।
One sows, another reaps .
One cannot enjoy his riches always.
৩৮৬।
এক পা এগোই তো সাত পা পিছোই।
One step forward, two-steps backward.
৩৮৭।
এক মাঘে শীত যায় না।
One swallow does not makes a summer.
Nothing ends for ever.
৩৮৮।
অসীর চেয়ে মসি বড়
নিজের জিনিস সকলেই ভালো দেখে ।
one’s own things are the best.
eloquent writing persuades people better than military force.
৩৮৯।
সুযোগ একবারই আসে।
Opportunity knocks but once.
One will only have one chance to do something important or profitable.
৩৯০।
ফাঁক পেলে সবাই চোর হয়।
Opportunity makes the thief.
৩৯১।
চোখের আড়াল, মনের আড়াল; কাছে থাকলে পোড়ে মন, দূরে গেলে ঠনঠন।
Our of sight, out of mind .
absence begets forgetfulness.
৩৯২।
আমাদের হৃদয়তন্ত্রীতে যে সুর মধুর হয়ে বাজে তা হলো বিষাদের গান।
Our sweetest songs are those that tell of saddest thought .
Song of sad thought lasts long in our hearts.
৩৯৩।
কর্জ নাই, কষ্টও নাই।
Out of debt, out of danger .
One having no debt is happy.
৩৯৪।
কাছে থাকলে পোড়ে মন, দূরে গেলে ঠনঠন।
Out of sight, out of mind.
Absence begets forgetfulness.
৩৯৫।
পেটে খেলে পিঠে সয়।
Pain is forgotten where gain follows.
One can digest an insult after getting profit.
৩৯৬।
সবুরে মেওয়া ফলে।
Patience has its reward.
৩৯৭।
সবুরে মেওয়া ফলে ।
Patience is bitter, but its fruit is sweet .
Patience, however painful in the beginning, brings happiness in the end.
৩৯৮।
সুখের চেয়ে স্বস্তি ভাল।
Peace is more covetable than physical comforts.
৩৯৯।
বজ্র আঁটুনি ফস্কা গেরো ।
Penny wise, pound foolish .
Thrifty in small things and careless in large ones.
৪০০।
কমলা, আপনি সামলা ।
Physian, heal thyself .
do not rebuke someone for a fault or problem you have yourself.
No comments:
Post a Comment