লেটেস্ট নিউজ

অর্থসহ বাংলা ইংরেজি প্রবাদ বাক্য | Bengali-English Proverbs Part 13

অর্থসহ বাংলা ইংরেজি প্রবাদ বাক্য



২৪১।
জাতের মেয়ে কালো ভালো নদীর পানি ঘোলা ভালো ।
Handsome is what handsome does .
A man’s action is more important rather than his appearance
২৪২।
পরের মন্দ করতে গেলে আপনার মন্দ আগে হয়
ভয় করলে ভয় আপনি এসে পড়ে ।
Harm watch, harm catch.
২৪৩।
তাড়াতাড়ি কোন কাজ ভালো হয় না।
Haste makes waste.
Hurrying will cause you to make mistakes.
২৪৪।
দিন আনতে পান্তা ফুরায়।
He can hardly keep the wolf from the door.
২৪৫।
তার একটু মাথায় ছিট আছে।
He is a bit crazy or eccentric.
২৪৬।
সে কচি খোকা নয়।
He is no chicken.
২৪৭।
সব ভালো তার শেষ ভালো যার।
He laughs best who loveth best .
All’s well that ends well.
২৪৮।
ভাজা মাছটি উলটে খেতে জানে না।
He poses to be quite simple and innocent.
২৪৯।
জীবে প্রেম করে যেইজন, সেইজন সেবিছে ঈশ্বর ।
He prayeth best who loveth best.
To love the creatures of God is to pray to God
২৫০।
সাপ হয়ে কাটে, আর ওঝা হয়ে ঝাড়ে ; বরের ঘরের পিসী, কনের ঘরের মাসী।
He runs with the hare and hunts with the hounds.
To be in both groups.
২৫১।
কুটো চুরি করতে করতেই কুলো চোর হয়।
He that will steal an egg will steal an ox.
২৫২।
মেয়েকে জয় করতে হলে আগে তার মাকে খুশী কর।
He that would the daughter win, must win the mother first begin.
To marry a woman one needs to impress her mother first.
২৫৩।
অনেক কাজ একসাথে শুরু করলে কোনটাই ভালো হয় না।
He who begins many things, finishes but few.
If you start a lot of projects, you will not have time and energy to complete them all.
২৫৪।
দুই নৌকায় পা দিলে কোনটাতেই ওঠা যায় না।
He who follows two hares catches neither .
Everybody should target one objective at a particular time
২৫৫।
আপনি শুতে ঠাঁই পায় না, শষঙ্করাকে ডাকে।
He who has nothing to spare must not keep a dog .
A beggar must not make room for his companion
২৫৬।
অদৃষ্টে করলা ভাতে, বিচি কচকচ করে তাতে।
He who is born in misfortune stumbles as he goes.
২৫৭।
শেষ ভালো যার সব ভালো তার ।
He who laughs last laughs longest .
All’s well that ends will.
২৫৮।
যে টাকা দেয় তার ইচ্ছাতেই কর্ম হয়।
He who pays the piper calls the tune.
He who pays for the cost, controls/ determines how the money is used.
২৫৯।
আকাশের দিকে থুথু ফেললে আপন গায়েই লাগে ।
He who spits against the wind spits against his own face .
he that touches pitch shall be defiled therewith.
২৬০।
হাতি ঘোড়া গেল তল, পিঁপড়ে বলে কত জল ।
He would bend the bow of Ulysses .
Fools rush in where angels fear to tread

No comments:

Post a Comment

৭৬৫৪৩২১০ ভিউজ Designed by Templateism.com Copyright © 2018

Powered by Blogger.