লেটেস্ট নিউজ

অর্থসহ বাংলা ইংরেজি প্রবাদ বাক্য | Bengali-English Proverbs Part 21

অর্থসহ বাংলা ইংরেজি প্রবাদ বাক্য



৪০১।
খুচরা কাজের মজুরি নাই।
Piece-work is ill-paid.
৪০২।

মারিত গন্ডার, লুটিত ভান্ডার ।
Pitch your aims high.
Always think great and perform great.
৪০৩।
দখলেই বৈধতার নয় দশমাংশ।
Possession is nine tenths of the law.
If someone has a possession over something, it is difficult to take that away from him.
৪০৪।
গাইতে গাইতে গায়েন, বাজাতে বাজাতে বায়েন।
Practice makes perfact.
Doing something over and over again is the only way to learn to do it well.
৪০৫।
যা বলবে তা করবে ।
Practice what you preach .
You yourself should do the things you advise other people to do.
৪০৬।
না আঁচালে বিশ্বাস নেই ।
Praise a fair day at night .
Suspend your judgment till the end.
৪০৭।
এঁচড়ে পাকা ছেলে বা মেয়ে।
Precocious child or Infant terrible.
৪০৮।
প্রতিকারের চেয়ে প্রতিরোধ ভালো।
Prevention is better than cure.
It is better to try to keep a bad thing from happening than it is to fix the bad thing once it has happened.
৪০৯।
অতি দর্পে হতা লঙ্কা।
Pride goeth before destruction..
Pride has its fall; pride goes before a fall.
৪১০।
সুসময়ের বন্ধু অনেকেই হয়, অসময়ে হাহ হায় কেউ কারো নয়।
Prosperity brings friends, adversity tries them .
A friend in need is a friend indeed.
৪১১।
অনিশ্চিতের আশায় নিশ্চিত পরিত্যাগ করিও না।
Quit not certainty for hope.
Do not exchange the substance for the shadow; never lose your today for tomorrow.
৪১২।
অধ্যয়নই মানুষকে পরিপূর্ণ করে তোলে ।
Reading makes a full man .
Reading makes a man dutiful, educated and conscientitious.
৪১৩।
আগে না বুঝিলে বাছা যৌবনের ভারে, পশ্চাতে কাঁদিতে হবে নয়নের ঝোরে।
Reckless youth makes rueful eyes .
Careless youth ends in limitless suffering.
৪১৪।
আপনার মান আপনার কাছে।
Respect yourself that you may be respected by others.
৪১৫।
লক্ষ্মী চঞ্চলা।
Riches have wings .
Fortune is fickle.
৪১৬।
চোরের মার বড় গলা।
Rogues supplant justice.
৪১৭।
কোন বৃহৎ কাজ রাতারাতি সম্পন্ন হয় না।
Rome was not built in a day.
It takes a lot of time to achieve something important.
৪১৮।
যা রটে তা কিছু তো বটে।
Rumour has some element of truth in it.
৪১৯।
হেলে ধরতে পারে না, কেউটে ধরতে চায়।
Run before one can walk.
৪২০।
সাবধানের মার নেই।
Safe bind, safe find .
To be forewarned is to be forearmed

No comments:

Post a Comment

৭৬৫৪৩২১০ ভিউজ Designed by Templateism.com Copyright © 2018

Powered by Blogger.