লেটেস্ট নিউজ

অর্থসহ বাংলা ইংরেজি প্রবাদ বাক্য | Bengali-English Proverbs Part 15

অর্থসহ বাংলা ইংরেজি প্রবাদ বাক্য



২৮১।
এক কান দিয়ে ঢোকে, আর এক কান দিয়ে বেরোয়।
In at one ear and out at the another.
২৮২।

কুঁড়ের অন্ন হয় না ।
Indolence is the mother of poverty .
The indolent can never thrive; a sleeping fox catches no poultry.
২৮৩।
পরিশ্রমই সৌভাগ্যের চাবিকাঠি।
Industry is the key to success .
Only diligence can leads to success.
২৮৪।
বিধাতার লিখন না যায় খন্ডন।
Inevitable are the decrees of God.
২৮৫।
আসলের চেয়ে সুদ মিষ্টি।
Interest is sweeter than the principal.
Bonus of somethings seems greater than the main things.
২৮৬।
বড় লোকের বড় কথা।
It is a different matter with the rich.
২৮৭।
যার কোন গুণ নাই তার কপালে আগুন।
It is a pity he is good for nothing (Ne'er-do well).
২৮৮।
রক্তমাংসের শরীরে এটা সহ্য করতে পারা যায় না।
It is beyond human endurance.
২৮৯।
বলা সহজ, করা কঠিন।
It is easy to say but difficult to do.
২৯০।
জলে বাস করে কুমীরের সাথে বিবাদ ।
It is folly to live in Rome and strive with the Pope .
It is unwise to fight with the man in authority.
২৯১।
কুমীরের সঙ্গে বিবাদ করে জলে বাস।
It is hard to sit at Rome and strive with the Pope.
২৯২।
এই তো কলির সন্ধ্যা ।
It is just the beginning the trouble.
The commencement of evil.
২৯৩।
দেরি হলেও সংশোধনের সময় থাকে ।
It is never too late to mend .
There is always time for rectifying a wrong.
২৯৪।
গতস্য শোচনা নাস্তি; অতীত নিয়ে দুঃখ করে লাভ নেই ।
It is no use crying over spilt milk .
Let bygones be bygones; let the dead past bury its dead.
২৯৫।
অপরের দোষ ধরা সহজ।
It is very easy to find fault with others .
Man can easily find fault with others.
২৯৬।
মন্দরা সব একসাথে আসে ।
It never rains but it pours.
A lot of bad things tend to happen at the same time.
২৯৭।
এক হাতে তালি বাজে না।
It takes two to make a quarrel or battle.
Both are to blame in a quarrel.
২৯৮।
ভাঙে তো মচকায় না।
It would rather break in twain than bend.
২৯৯।
সবজান্তা কিন্তু কোনটিতেই ওস্তাদ নয় ।
Jack of all trades, master of none .
One does many things fairly well, but is not an expert at anything.
৩০০।
বিলম্বে বিচার মানে বিচারের নামে প্রহসন ।
Justice delayed is justice denied .
Justice must be done then and there.

No comments:

Post a Comment

৭৬৫৪৩২১০ ভিউজ Designed by Templateism.com Copyright © 2018

Powered by Blogger.