লেটেস্ট নিউজ

অর্থসহ বাংলা ইংরেজি প্রবাদ বাক্য | Bengali-English Proverbs Part 10

অর্থসহ বাংলা ইংরেজি প্রবাদ বাক্য



১৮১।
এক লাফেই তালগাছে ওঠা যায় না।
Don't run before you can walk.
To try to do something difficult before you have learned the basic skills you need to attempt it.
১৮২।
ছেড়ে দে মা কেঁদে বাঁচি।
Don't nag me, and leave me in peace.
১৮৩।
গাছে কাঁঠাল গোঁফে তেল দিওনা ।
Don’t count your chickens before they are hatched .
don’t be sure of a thing until it is yours.
১৮৪।
চক চক করলেই সোনা হয় না ।
Don’t judge a book by its cover .
all that glitters is not gold.
১৮৫।
বিন্দু বিন্দু জলে সিন্ধু হয়
রাই কুড়িয়ে বেল।
Drops of water make ocean.
১৮৬।
বলা সহজ, করা কঠিন ।
Easier said than done .
It is easy to say but difficult to do.
১৮৭।
অসারের তর্জন গর্জনই সার; অল্প জলে পুঁটিমাছ ফরফর করে; বর্ষন নেই গর্জন সার।
Empty vessels sound much .
Too much talk ends in nothing
১৮৮।
নিজের (আপনার) ভালো পাগলও বোঝে।
Even a fool known his business.
None is so fool as to make loss of himself.
১৮৯।
দেওয়ালেরও কান আছে।
Even walls have ears.
Someone may be listening.
১৯০।
দুঃখের পরে আসে সুখ ।
Every cloud has silver shining .
Misery ends in happiness; after clouds comes fair weather.
১৯১।
আপন গাঁয়ে কুকুর রাজা
বন গাঁয়ে শিয়াল রাজা।
Every dog is a lion at home.
A dog is a lion is his lane.
১৯২।
টাকায় সকলে বশ হয় ।
Every man has his price .
Anybody can be convinced by a certain amount of money more or less.
১৯৩।
চাচা আপন প্রাণ বাঁচা।
Every man is for himself.
১৯৪।
নিজের জিনিস সকলেই ভাল দেখে।
Every one thinks his own geese swans.
১৯৫।
অনভ্যাসের ফোঁটায় কপাল চড়চড় করে ।
Every shoe fits not every foot .
It takes time to get used to things.
১৯৬।
পাপ ছাড়ে না বাপকে ।
Every sin carries its own punishment .
Sinners cannot go unpunished.
১৯৭।
উপদেশের চেয়ে দৃষ্টান্ত ভালো।
Example is better than precept.
It is better to do good than to preach.
১৯৮।
অভিজ্ঞতাই সর্বোত্তম শিক্ষক।
Experience is the best teacher .
A man learns practically from experience.
১৯৯।
ঠেখে শেখা আর দেখে শেখা।
Experience teaches better than wisdom.
২০০।
ডোল ভরা আশা আর কুলো ভরা ছাই।
Extravagant hopes lead to complete disappointment.
Over aspiration may end in despair

No comments:

Post a Comment

৭৬৫৪৩২১০ ভিউজ Designed by Templateism.com Copyright © 2018

Powered by Blogger.