লেটেস্ট নিউজ

শাহরুখ খান এর সিনেমা এবং ব্যাক্তিগত জীবন

শাহরুখ খান (Shah Rukh Khan) একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেতা, প্রযোজক এবং টেলিভিশন ব্যক্তিত্ব। তিনি 1965 সালের ২ নভেম্বর নিউ দিল্লীতে এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। শাহরুখ খানের বাবা মীর তাজ মোহাম্মদ খান ছিলেন এক ভারতীয় স্বাধীনতাবাদী কর্মী, পেশোয়ার, ব্রিটিশ ইন্ডিয়া (বর্তমানে পাকিস্তান)। শাহরুখ খান এর মা, লতিফ ফাতিমা ছিলেন একজন ঊর্ধ্বতন সরকারি ইঞ্জিনিয়ারের মেয়ে।
Shah Rukh Khan


1980-এর দশকে শাহরুখ খান বিভিন্ন টেলিভিশন ধারাবাহিকতায় অভিনয় শুরু করেন। 199২ সালে "Deewana" সিনেমা দিয়ে তিনি তার বলিউড এ ডেব্যু করেন। তার ক্যারিয়ারের প্রথমদিকে, Darr (1993), Baazigar (1993) এবং Anjaam (1994) চলচ্চিত্রে খ্যাতনামা ভূমিকা প্রদর্শনের জন্য খানকে স্বীকৃতি দেওয়া হয়। এর পর Dilwale Dulhania Le Jayenge (1995), Dil To Pagal Hai (1997), Kuch Kuch Hota Hai (1998), Mohabbatein (2000) এবং Kabhi Khushi Kabhie Gham (2001) সহ রোমান্টিক ছবির ধারাবাহিকতায় অভিনয় করে তিনি সকলকে মুগ্ধ করেন।

শাহরুখ খান তার বেশকিছু সিনেমা এর জন্য সমালোচকদের প্রশংসা পেয়েছেন , যেমন- Devdas (2002) সিনেমা এ এক মদ্যপের ভূমিকা, Swades (2004) সিনেমা এ এক নাসা (NASA) বিজ্ঞানীর ভূমিকা, Chak De India (2007) সিনেমা এ এক হকি কোচ এর ভূমিকা আর My Name Is Khan (2010) সিনেমা এ Asperger syndrome রোগগ্রস্থ এক ব্যাক্তির ভূমিকা। তাঁর সর্বোচ্চ অর্জনকারী চলচ্চিত্রগুলির মধ্যে উল্লেখযোগ্য কিছু সিনেমা হলো- রোমান্টিক কমেডি চেন্নাই এক্সপ্রেস (২013), চুরি and কমেডি সিনেমা হ্যাপি নিউ ইয়ার (2014), রোমান্টিক অ্যাকশন ফিল্ম দিলওয়ালে (২015) এবং অপরাধ চলচ্চিত্র রাইস (২017)।

ভারতীয় চলচ্চিত্রে তাঁর অবদানের জন্য, ভারত সরকার তাঁকে পদ্মশ্রী সম্মান দেন। 

No comments:

Post a Comment

৭৬৫৪৩২১০ ভিউজ Designed by Templateism.com Copyright © 2018

Powered by Blogger.