লেটেস্ট নিউজ

সালমান খান এর সিনেমা এবং ব্যক্তিগত জীবন

 সালমান খান হলেন এক জনপ্রিয় ভারতীয় চলচ্চিত্র অভিনেতা ও টেলিভিশন পার্সোনালিটি। সালমান খান ১৯৬৫ সালের ২৭ ডিসেম্বর ভারতের মধ্যপ্রদেশের ইন্দোরে জন্মগ্রহণ করেন। তাঁর বাবার নাম সেলিম খান, এক নামকরা চিত্রনাট্যকার এবং মায়ের নাম সালমা খান। সালমান খান এর পুরো নাম হলো- আবদুর রশিদ সলিম সালমান খান।
salman khan


বিবি হো তো আইসি (১৯৮৮) সিনেমায় এক গৌণ ভূমিকা দিয়ে সালমান খান বলিউড এ অভিনয় জীবন শুরু করেন। এরপর ম্যায়নে পিয়ার কিয়া (১৯৮৯) এর মতো সফল মুভি দ্বারা তিনি বলিউড এ নিজের অস্তিত্ব তা বুঝিয়ে দিলেন। এরপর নব্বইয়ের দশকে বেশ কিছু সফল সিনেমা করেন, যেমন-  সাজন (১৯৯১), হাম আপকে হ্যায় কৌন (১৯৯৪), করন অর্জুন (১৯৯৫), জুড়ওয়া (১৯৯৭), পেয়ার কিয়া তো ডারনা কেয়া (১৯৯৮) বিবি নং. ১ (১৯৯৯)।

সালমান খান তার দীর্ঘ অভিনয় জীবনে প্রচুর সফল সিনেমা উপহার দিয়েছেন। কিছু উল্লেখযোগ্য সিনেমা গুলির মধ্যে আছে- হাম দিল দে চুকে সানাম, তেরে নাম, পার্টনার, বডি গার্ড, দাবাং, রেডি, বজরংগী ভাইজান, সুলতান ইত্যাদি।  


No comments:

Post a Comment

৭৬৫৪৩২১০ ভিউজ Designed by Templateism.com Copyright © 2018

Powered by Blogger.