লেটেস্ট নিউজ

আমির খান (Actor) এর সিনেমা এবং ব্যক্তিগত জীবন

আমির খান হলেন ভারতের চলচ্চিত্র জগতের এক জনপ্রিয় অভিনেতা। তিনি অভিনেতা হওয়ার সাথে সাথে এক সফল সিনেমা প্রযোজক, সিনেমা পরিচালক, চিত্রনাট্য লেখক ও টেলিভিশন উপস্থাপক।  আমির খান এর জন্ম ১৪ ই মার্চ, ১৯৬৫ সালে মুম্বাই এর বান্দ্রা তে। আমির খান এর পুরো নাম হলো মোহাম্মদ আমির হোসেন খান।
aamir khan


আমির খান তার অভিনয় জীবনের শুরু করেন "ইয়াদোঁ কি বারাত" (১৯৭৩) সিনেমা তে এক চাইল্ড আর্টিস্ট হিসাবে। পাকা পাকি ভাবে বলিউড সিনেমা তে আবির্ভাব হন হোলি (১৯৮৪) সিনেমার মাধ্যমে। আমির খান এর প্রথম বাণিজ্যিক ভাবে সফল ছবি হলো কেয়ামত সে কেয়ামত তাক (১৯৮৮)। ১৯৯৬ সালে রাজা হিন্দুস্তানি সিনেমা এর জন্য আমির খান কে ফিল্ম ফেয়ার শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পান। 

ভারতীয় সিনেমা জগতে তার অবদানসমূহের জন্য ভারত সরকার ২০০৩ সালে আমির খান কে পদ্মশ্রী পদক এ ভূষিত করেন। এরপর ২০১০ সালে আমির খান ভারত সরকার দ্বারা পদ্মভূষণ পদক অর্জন করেন।



   

No comments:

Post a Comment

৭৬৫৪৩২১০ ভিউজ Designed by Templateism.com Copyright © 2018

Powered by Blogger.