লেটেস্ট নিউজ

অর্থসহ বাংলা ইংরেজি প্রবাদ বাক্য | Bengali-English Proverbs Part 5

অর্থসহ বাংলা ইংরেজি প্রবাদ বাক্য |



৮১।
ভালোবাসা এবং যুদ্ধে সবকিছুই বৈধ
ভালোবাসা এবং যুদ্ধে কোন নিয়মনীতি নেই ।
All is fair in love and war.

৮২।

সুখের সময়গুলো দ্রুত চলে যায় ।
All our sweetest hours fly fastest .
man’s marry days are very transient.
৮৩।
পক্ষপাতদুষ্ট লোকের নিকট সবাই মন্দ ।
All seems yellow to the jaundiced eye .
To biased mind everything is in fault.
৮৪।
চকচক করলেই সোনা হয় না।
All that glitters is not gold.
Trust not appearance, appearances are deceptive.
৮৫।
পুরোনো চাল ভাতে বাড়ে।
All that is old is not bad.
Old age or experience has great value.
৮৬।
যে সহে সে রহে; সবুরে মেওয়া ফলে।
All things come to him who waits .
Patience is bitter but its fruit is sweet.
৮৭।
শেষ রক্ষাই রক্ষা; মধুরেণ সমাপয়াত; সব ভালো তার, শেষ ভালো যার।
All well that ends well .
It is all right if it turns on well in the end.
৮৮।
সব ভাল যার শেষ ভাল তার।
All's well that ends well.
৮৯।
দিনে একটা আপেল খেলে কখনও ডাক্তারের কাছে যেতে হয় না।
An apple a day keeps the doctor away .
Apples are so nutritious that if one eats an apple everyday, he/she will be healthy and disease less.
৯০।
ভাগের মা গঙ্গা পায় না।
An ass that is a common property is always worst saddle .
Everybody’s business is nobody’s business.
৯১।
পেটে খাবার আর পকেটে টাকা না থাকলে কোন কাজ ঠিকমতো করা যায় না।
An empty sack cannot stand upright.
A poor or hungry person cannot function properly.
৯২।
চোখের বদলে চোখ।
An eye for an eye.
A tooth for a tooth.
৯৩।
অলস মস্তিষ্ক শয়তানের কারখানা।
An idle brain is the devil’s workshop .
People who have nothing worthwhile to think about will usually think of something bad to do.
৯৪।
শুঁড়ির সাক্ষী মাতাল ।
An interested witness is no witness.
An unwanted help has no importance.
৯৫।
ঝানু লোক বোকা বনে না।
An old bird is not caught with chaff.
৯৬।
বুড়ো পাখি পোষ মানে না।
An old dog learns no trick.
৯৭।
যে চুরি করতে জানে সেই চুরি ঠেকাতে জানে।
An old poacher makes the best gamekeepers.
The best person to guard something is someone who knows all about to steal it.
৯৮।
তত্ত্বের চেয়ে প্রায়োগিক জ্ঞান গুরুত্বপূর্ণ।
An ounce of common sense is worth a pound of theory .
Common sense will help you solve problems more than theory will.
৯৯।
বুদ্ধির চেয়ে বিচক্ষণতা ভালো ।
An ounce of discretion is worth a pound of wit .
Knowing when to refrain from making jokes is better than being able to make jokes all the time.
১০০।
প্রতিকারের চেয়ে প্রতিরোধ ভালো ।
An ounce of prevention is worth a pound of cure .
Prevention is better than cure.

No comments:

Post a Comment

৭৬৫৪৩২১০ ভিউজ Designed by Templateism.com Copyright © 2018

Powered by Blogger.